ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

টেকনাফে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে আহত

#

১৭ নভেম্বর, ২০২২,  8:13 PM

news image

কক্সবাজার অফিস ::  কক্সবাজারের টেকনাফের হ্নীলায় প্রতিপক্ষের হামলায়   একজনকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার  (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকায় মুক্তিযোদ্ধা শহীদ ইজাহার মিয়া ছেলে শাহ জামাল তাঁর ক্রয়কৃত জমিতে একদল লোক বাউন্ডারি ভেঙে ফেলছে খবর পেয়ে ছুটে গেলে তাঁকে ধারালো কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করে আধমরা করে ফেলে। খবর পেয়ে তাঁর ভাই কামাল ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার মেডিক্যাল কলেজে রেফার করে। কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলায় সার্জারি বিভাগের আন্তরিক ডাক্তারগণ জামালকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করে মোটামুটি স্থিতিশীল অবস্থায় আনতে সক্ষম হয় এবং এখনও তিনি একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় জামালের মাথায় ১২টি সেলাই, পায়ে, বুকে ও পিঠে বড় রকমের জখম দেখা গিয়েছে এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ডিউটিরত ডাক্তার।

শাহ জামাল দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরে মরিচ্যাঘোনা এলাকায় জুলু মিঞা, আব্দুর রশিদ, সরওয়ার কামাল ও সৈয়দ নুর থেকে ১৮৩০ ও ২৯৭ খতিয়ানে মৌলভীবাজারের ছিদ্দিকের জমির সাথে লাগোয়া ২ দাগে ১ একর ৬২ শতক করা চাষের জমি ক্রয় করে। তখন থেকে ছিদ্দিক গং এর সাথে জামালের বিরোধ সৃষ্টি হয়। এমনকি বিভিন্ন সময় জামালকে প্রাণনাশের হুমকিধামকি দিয়ে ভীতি সৃষ্টি করে রাখতো ছিদ্দিকের ছেলেরা। তার চূড়ান্ত রূপ প্রতিফলিত ঘটায় গত মঙ্গলবার। একেবারে প্রাণে মেরা ফেলার জন্য তারা দলবল নিয়ে নুর আহমদ মিন্টু ও মাস্টার জামালের নেতৃত্বে তাঁর ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করে।

এব্যাপারে ভিকটিম জামালের সাথে কথা বললে তিনি বলেন, ছিদ্দিক গংরা আমার জমির সীমানা উপড়ে ফেলছে শুনে আমি মোটরসাইকেল যোগে তাড়াহুড়ো করে জায়গায় গেলে সাথে সাথে মিন্টু ও জামাল মাস্টারের নেতৃত্ব আমার ওপর ক্ষিপ্ত হয়ে কোপাতে থাকে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ২০ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়।

এ ঘটনায় জামালের স্ত্রী কহিনুর জামাল বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে মিন্টুকে(৩৬) ১ নং আসামী, মাস্টার জামালকে(৩৯) ২ নং আসামী, আব্দুস সালাম, মোহাম্মদ হোসন, নুরুল আমীনসহ ১২ জনকে প্রধান আসামী ও আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামের তালিকায় রেখে মামলা রুজু করে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী