টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেফতার
০৯ মার্চ, ২০২২, 1:22 PM

NL24 News
০৯ মার্চ, ২০২২, 1:22 PM

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ আলম নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেফতারকৃত সৈয়দ আলম ঐ ক্যাম্পের ব্লক-এইচ এর বাসিন্দা মৃত রবি উল্লাহর ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হ্নীলা নয়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ আলমকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
তিনি আরও জানান, রোহিঙ্গা সৈয়দ আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।