টেকনাফে ইয়াবাসহ আটক ২
০১ মে, ২০২২, 8:15 PM

NL24 News
০১ মে, ২০২২, 8:15 PM

টেকনাফে ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিনিধি : ৪২ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাদের কে আটক করেছে হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন লাবিব উসামা আহুমাদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে সন্দেহভাজন দুইজনকে সংকেত দেওয়া হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে টেকনাফ পৌরসবার নাইট্যং পাড়ার ইসমাঈল মোস্তফার ছেলে আব্দুর রাজ্জাক (২১) এবং নুর বাশারের ছেলে মো. ইলিয়াছ (১৭) কে একটি বস্তাসহ আটক করা হয়। তাদের হাতে থাকা বস্তা তল্লাশি করে ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।