টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন
২৯ অক্টোবর, ২০২২, 3:58 PM

NL24 News
২৯ অক্টোবর, ২০২২, 3:58 PM

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় নয়াপাড়া বাজারে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি সাংবাদিক শাহীন শাহ্, সাংবাদিক তাহের নঈম, কোস্ট ট্রাস্টের কর্মকর্তা মোঃ উল্লাহ, সৌদি প্রবাসী মোঃ ইদ্রিছ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ জনগণের সেবক, আপনাদের সেবা করাই আমাদের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্যেই আমরা দূর দূরান্ত থেকে এসেছি। তবে এই কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পূর্ণ সফল তখনই হবে যখন স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রচেষ্টা একত্রিত হবে। তাই উক্ত কাজে স্থানীয় সকলকে সাথে নিয়ে আমরা এই এলাকার সড়কে যানজট নিরসন, যানবাহন চলাচলে শৃংখলা আনয়ন, সড়ক দুর্ঘটনা রোধ, মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পরিবহন বন্ধ করা সহ অন্যান্য আইনী ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।
এক্ষেত্রে কাইয়ুম চৌধুরী স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদেরকে সকল ক্ষেত্রে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তাদের কাছ থেকেও সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন।
আলোচনাসভা শেষে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে র্যালীর আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা সঞ্চালনের দায়িত্বে ছিলেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুল ইসলাম।