ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন

#

২৩ জানুয়ারি, ২০২২,  2:29 PM

news image

বরগুনা প্রতিনিধি

বরগুনায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা কেন্দ্র দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।


রোববার (২৩ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় বরগুনা জিলা স্কুল টিকা কেন্দ্রে এঘটনা ঘটে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একমাত্র টিকা কেন্দ্র স্থাপন করা হয় বরগুনা জিলা স্কুলে। এসব শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিতে এসে ছোটখাটো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় তিন শিক্ষার্থী অসুস্থ হলে বরগুনা জেনারেল হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। এ বিষয়ে তথ্য জানে না সিভিল সার্জন কর্তৃপক্ষ।


চালিতাতলা স্কুলের শিক্ষার্থী রফিকুল ইসলাম  বলেন, ওমিক্রণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা ১০০ জন লোক সমাগম নিষিদ্ধ হলেও আমরা একটি টিকাকেন্দ্রে হাজার হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করছি। এটির পাশাপাশি আরও কয়েকটি বুথ থাকলে এখানে এত জট হতনা।


টিকেট কেন্দ্রের দায়িত্বে থাকা বরগুনা সদর থানার সাব-ইনস্পেকটর হারুন  বলেন, জিলা স্কুল টিকা কেন্দ্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


বরগুনা সদর হাসপাতলের মেডিকেল টেকনোলজিস্ট এনামুল কবির বলেন, পর্যাপ্ত বুথ না থাকা শিক্ষার্থীদের পাশাপাশি আমাদেরও বিপাকে পরতে হচ্ছে।  আরও কয়েকটি বুথ থাকলে সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে টিকা দেয়া যেত। এবিষয়ে আমি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবো।


এ বিষয়ে বরগুনার সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মুঠোফোনে বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সদর থানার পক্ষ থেকে। আমি এই থানায় পাঁচ মিনিট আগে দায়িত্ব গ্রহণ করেছি।


এবিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, বরগুনা জিলা স্কুলে একটা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থাকার কারণে ফাইজারের টিকা শিক্ষার্থীদের আলাদা কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আজকে আমি নিজে সরেজমিন ঘুরে বিকল্প ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। বিশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী