টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
৩০ এপ্রিল, ২০২২, 11:48 AM

NL24 News
৩০ এপ্রিল, ২০২২, 11:48 AM

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি : শনিবার সকালে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। তবে যানবাহনের চাপ ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি।
ঈদ যাত্রাকে কেন্দ্র করে প্রথম দফায় গার্মেন্টস ছুটি হলেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। উত্তরবঙ্গের গেটওয়ে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে কোথাও যানজট দেখা যায়নি। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সেতু হয়ে ৪২ হাজার ২৬টি গাড়ি চলাচল করেছে। যার টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ টাকা। তবে কোথাও কোন জট নেই। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে।