ঝড়ে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ৫
২০ এপ্রিল, ২০২২, 3:05 PM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 3:05 PM

ঝড়ে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ৫
নিজস্ব প্রতিনিধি : বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়কের সলফা গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় একটি সিএনজি চালিত অটোরিকশা গাছ চাপায় শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ সময় ৩ বছরের শিশু ও চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহত শিশু মিয়া উপজেলার পূবধইর পূর্ব ইউনিয়নের খোশঘর গ্রামের নায়েব আলীর ছেলে।
আহতরা হলেন- উপজেলার সরের পাড় গ্রামের আবুল কাসেমের ছেলে চালক সবুজ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার নীলখী গ্রামের কাওছার মিয়ার মেয়ে ফাতেমা (১৮), নিহত শিশু মিয়ার দুই মেয়ে নার্গিস বেগম (৩৫), জুলেখা বেগম (৩৮) ও নাতি হোসাইন (৩)।
আহতদের সাথে কথা বলে জানা যায়, ঝড়ের সময় সকাল ৭টার দিকে ভাড়ায় একটি সিএনজি চালিত অটোরিকশাা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়ক হয়ে রামচন্দ্রপুর ফেরিঘাট এলাকায় যাচ্ছিল। এ সময় সিএনজি চালিত অটোরিকশাটি সলফা গ্রামে পৌঁছামাত্র সড়কের পাশে থাকা গাছ ঝড়ে ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়েন সিএনজি চালিত অটোরিকশাসহ সকল যাত্রী। এতে শিশু মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে শিশু হোসাইনকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।