ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

জয়ের পর যা বললেন হাবিবুল বাশার

#

১৯ মার্চ, ২০২২,  12:20 PM

news image

নিজস্ব প্রতিনিধি : ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টিম বাংলাদেশ। প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদেরই মাটিতে হারিয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়ানে শুক্রবার (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
দলীয় পারফরম্যান্সে টাইগাররা এমন জয় ছিনিয়ে এনেছে। ব্যাটাররাও দুর্দান্ত খেলেছেন। তবে পেসারদের গতি আর পারফরম্যান্স মুগ্ধ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। প্রথম ম্যাচ জয়ের পর এবার ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় বাংলাদেশ।
টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম তা পুরোপুরি কাজে লাগাতে পেরেছি। এদিক থেকে পুরোপুরি সন্তষ্ট। আমাদের ওপেনিং ব্যাটাররা খুবই ভাল ব্যাটিং করেছেন, দেখার বিষয় ছিল আমাদের পেসাররা কেমন করেন। আমাদের পেসাররা দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। ৩১৪ ডিফেন্ড করতে শুরুতে দরকার ছিল উইকেট নেয়া, সেটা আমরা করতে পেরেছি।
স্পিনারদের নিয়ে হাবিবুল বাশার বলেন, যেহেতু স্পিনাররা টার্ন পাচ্ছিলেন না সেখানে আমাদের পেসাররা দুর্দান্ত বোলিং করে সেটা পুষিয়ে দিয়েছেন।
সিরিজ জয়ের ব্যাপারে হাবিবুল বাশার বলেন, আমরা প্রথম থেকেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছি। যেহেতু সাউথ আফ্রিকায় আমরা আগে কখনও জিতিনি, তাই আমাদের শুরুটা খুবই ইমপরটেন্ট ছিল। শুরুটা যেহেতু ভাল করেছি, এটা যদি চালু রাখতে পারি তাহলে সিরিজ জয় অসম্ভব কিছু না।
দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের পর সোমবার (২১ মার্চ) জোহানেসবার্গে ২য় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখী হবে টাইগাররা। ১ম ম্যাচের পারফরমেন্স ধরে রেখে ২য় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাবিবুল বাশার।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী