জয়পুরহাটে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার ৯
২২ ফেব্রুয়ারি, ২০২২, 6:22 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 6:22 PM

জয়পুরহাটে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার ৯
নিজস্ব প্রতিনিধি : সোমবার দিবাগত রাতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী সড়কে ডাকাতির প্রস্তুতি মামলার ৩ আসামিসহ মাদক ব্যবসা ও সেবনকারী এবং জুয়া খেলার অপরাধে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে।
বিষয়টি কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ডাকাতি প্রস্তুতি মামলার আসামিরা হলেন- কালাই উপজেলার মাত্রাই গ্রামের বাদশা মিয়ার ছেলে বেলাল শেখ (৪০), একই গ্রামের খাজা মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান মিলন (২৪) এবং নজমুল তালুকদারের ছেলে শামীম তালুকদার। এছাড়াও মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৩ জন এবং জুয়া খেলার আসর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই কালাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ওসি সেলিম মালিক জানান, উপজেলার কফলগাড়ী সড়কে ডাকাতির প্রস্তুতি মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তারা এলাকায় আসছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাতে মাত্রাই গ্রাম থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং জুয়ার আসর থেকে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।