NL24 News
১৪ জানুয়ারি, ২০২২, 11:36 PM
জয়নালের বসতবাড়িতে হামলা ও লুটপাট ৩ শিশুসহ আহত ৫
এনএল ডেস্ক :
কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এর সাদরপাড়া ফুটবলখেলা মাঠ সংলগ্ন ডা. জয়নাল আবেদীনের বসতবাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে।
সন্ত্রাসীদের লাঠি ও ছুরিকাঘাতে আহত হয়েছে ডা. জয়নাল আবেদীন (৩৮), তার স্ত্রী রুমেনা আক্তার (৩৭) শিশু রুহানা জেরিন জয়া (১২), রুহিনুর আবেদিন সাইয়ান (২) ও তার প্রতিবন্ধি শিশু রুহানুর আবেদিন সাকিব (৮) গুরুতর আহত হন।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে।
ঘটনায় গিয়াস উদ্দিন রাজন ও ইউনুস এর নেতৃত্বে ১০ - ১২ জন সন্ত্রাসী হামলা চালায়।
ঘটনার পরপরই ডা. জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে রামু থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পুলিশ আসার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ডা. জয়নাল জানিয়েছেন, সন্ত্রাসীরা তার স্ত্রীর শ্লীলতাহানি করে লাঠি ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছি আমি ও আমার শিশু সন্তানরা । সন্ত্রাসীরা দা,ছুরি ও কিরিচ নিয়ে আমাদের উপর হামলা করে বাড়ির টিন নষ্ট করে দেয়৷ এবং লুটপাট চালায়।
পুলিশ জানিয়েছেন, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷