জেল হত্যার খুনিদের শাস্তির রায় অবিলম্বে বাস্তবায়ন চাই
নিজস্ব সংবাদদাতা
০৩ নভেম্বর, ২০২২, 6:35 PM

নিজস্ব সংবাদদাতা
০৩ নভেম্বর, ২০২২, 6:35 PM

জেল হত্যার খুনিদের শাস্তির রায় অবিলম্বে বাস্তবায়ন চাই
পটিয়া প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগটন সমূহ এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) পটিয়া মুন্সেফ বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে ও ভাটিখাইন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,৭৫ পরবর্তী পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি. এম. জমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট বদিউল আলম, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মেম্বার ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইছাক মিয়া, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান। আরো উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা খোরশেদুল আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম রুনেল, যুবনেতা হাসান শরীফ, তৌহিদুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, আনোয়ার, আবদুল আওয়াল, সোহেল, মোহাম্মদ আরিফ, কামাল হোসাইন, ছুটন সরকার, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, ছাত্রনেতা আবদুল আল মণি, জাবেদুল, আসিফ সহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চার সূর্য সন্তান দেশের স্বাধীনতার ইতিহাস রচনায় যে অপরিসীম ভূমিকা রেখেছেন সেই ঋণ শোধ হবার নয়। জেল হত্যার খুনিদের শাস্তির রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের জীবন থেকে শিক্ষা নেবার উপরও গুরুত্বারোপ করেন।