কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাশেদা বেগম (৩৫) কে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। জেলা কারাগার সুপার মো.শাহ আলম খানের বিচক্ষণতা ও তৎপরতায় তাৎক্ষণিক ওই আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। তখন মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার।