ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

জেলা পরিষদের জায়গা দখল নিতে মরিয়া দুই গ্রুপ

#

নিজস্ব সংবাদদাতা

২৫ জুন, ২০২২,  7:55 PM

news image

পটিয়া প্রতিনিধি:

পটিয়ায় জেলা পরিষদের জায়গা দখল করে কামুরল ইসলামের বিরুদ্ধে দোকান নির্মানের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার সকালে দোকান নির্মান করতে গেলে আদালত রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা বাঁধা তাঁকে প্রদান করে বলে জানা যায়। পরে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখতে বলেন। এ ঘটনায় পটিয়া আদালত রোড ব্যবসায়ী সমিতি জেলা পরিষদ বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,  পোষ্ট অফিস মোরস্থ জেলা পরিষদ মার্কেটের পেঁছনে উত্তারাংশে ২৫৭৯ দাগের ২৮’*৪ ফুট একসনা জায়গা জেলা পরিষদ থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য ইজারা নেন কামরুল ইসলাম। কিন্তু তিনি ২৫৮০ দাগের ভূমি দখল করে রয়েছে। এই জায়গার ইজারা ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার কথা। সমিতির অভিযোগ তিনি মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পূর্বে অসৎ উদ্দেশ্যে ইজারার শর্ত ভঙ্গ করে দোকান নির্মান করার জন্য বাশের খুটি ও বেড়া স্থাপন করেছে। স্থাপণা করতে গিয়ে তিনি কয়েকটি গাছ কেটে পেলেন। এবং আরো উল্লেখ করেছে যে কামরুল ইসলাম স্থায়ী অবকাঠামো নির্মান করছে।

অন্যদিকে এই বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি সম্পূর্ণ বৈধ প্রন্থা অবলম্বন করে স্থাপণা নির্মাণ করেছে। ব্যবসায়ী সমিতি তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার (কামরুলের) কাছে জেলা পরিষদের কাছ থেকে ইজারা নেওয়ার সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে। তাছাড়া আমি যে জায়গা লিজ নিয়েছি তার থেকে ৪ফুট ছেড়ে দিয়ে ২২ফুট জায়গায় স্থাপণা নির্মাণ করি। ইজারাকৃত ঐ অংশের জায়গায় পুকুর ও পুকুর পাড় আলাদাভাবে ইজারা নিয়েছি। যারা আমার বিরুদ্ধে অবৈধ স্থাপনার অভিযোগ করেছে তারা নিজেরাই আমার ইজারা নেওয়া পুকুর পাড়ে অবৈধভাবে একটি জেনেরেটর ঘর নির্মাণ করে অনেক বছর ধরে ভোগ করে আসছে। পটিয়া থানা পুলিশকে অভিযোগকারীরা অভিযোগ করা সত্ত্বওে পুলিশ ঘটনাস্থল এসে আমার বৈধ কাগজপত্র দেখে উল্টো তাদের তাড়িয়ে দেন।







logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী