ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

জেনারেটিভ এআইয়ের সম্ভাবনায় জি৭-এ শীর্ষে যুক্তরাজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  7:05 PM

news image
ছবি: সংগৃহীত

বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি–৭ মধ্যে জেনারেটিভ এআইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। এমন তথ্য উঠে এসেছে পরামর্শক প্রতিষ্ঠান ‘অ্যাক্সেঞ্চার’-এর গবেষণায়। গবেষণা অনুযায়ী, এআই প্রযুক্তি যুক্তরাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পাবলিক সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধিতে। গবেষণা বলছে, একজন ডাক্তার প্রতি সপ্তাহে পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় বাঁচাতে পারেন জেনারেটিভ এআই-এর ব্যবহারের মাধ্যমে।

গবেষণায় আরও বলা হয়েছে, অটোমেশনে যত দ্রুত উন্নতি ঘটেছে, জেনারেটিভ এআইয়ের সম্ভাবনা তার চেয়েও বেশি। দেশটির এখনই এই প্রযুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। গবেষণার পূর্বাভাস অনুসারে, আগামী ১৫ বছরে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ হতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ জি৭ দেশের মধ্যে যুক্তরাজ্যেই এই প্রযুক্তির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।

অ্যাক্সেঞ্চারের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০৩৮ সালের মধ্যে যুক্তরাজ্যের গড় জিডিপি এক দশমিক ছয় শতাংশ থেকে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ গবেষণা হাজার হাজার কাজের বিশ্লেষণ করে দেখেছে, কতটা সময় বাঁচানো সম্ভব এবং সেই সময়ে এআইয়ের সহায়তায় কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়।

অ্যাক্সেঞ্চারের যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও আফ্রিকা অঞ্চলের প্রধান শাহিন সাইয়িদ বলেছেন, উৎপাদনশীল এআই প্রযুক্তি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা মোকাবিলার এক বিশাল সুযোগ। তবে, এ প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী