ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

জেনারেটিভ এআইয়ের সম্ভাবনায় জি৭-এ শীর্ষে যুক্তরাজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  7:05 PM

news image
ছবি: সংগৃহীত

বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি–৭ মধ্যে জেনারেটিভ এআইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। এমন তথ্য উঠে এসেছে পরামর্শক প্রতিষ্ঠান ‘অ্যাক্সেঞ্চার’-এর গবেষণায়। গবেষণা অনুযায়ী, এআই প্রযুক্তি যুক্তরাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পাবলিক সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধিতে। গবেষণা বলছে, একজন ডাক্তার প্রতি সপ্তাহে পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় বাঁচাতে পারেন জেনারেটিভ এআই-এর ব্যবহারের মাধ্যমে।

গবেষণায় আরও বলা হয়েছে, অটোমেশনে যত দ্রুত উন্নতি ঘটেছে, জেনারেটিভ এআইয়ের সম্ভাবনা তার চেয়েও বেশি। দেশটির এখনই এই প্রযুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। গবেষণার পূর্বাভাস অনুসারে, আগামী ১৫ বছরে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ হতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ জি৭ দেশের মধ্যে যুক্তরাজ্যেই এই প্রযুক্তির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।

অ্যাক্সেঞ্চারের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০৩৮ সালের মধ্যে যুক্তরাজ্যের গড় জিডিপি এক দশমিক ছয় শতাংশ থেকে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ গবেষণা হাজার হাজার কাজের বিশ্লেষণ করে দেখেছে, কতটা সময় বাঁচানো সম্ভব এবং সেই সময়ে এআইয়ের সহায়তায় কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়।

অ্যাক্সেঞ্চারের যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও আফ্রিকা অঞ্চলের প্রধান শাহিন সাইয়িদ বলেছেন, উৎপাদনশীল এআই প্রযুক্তি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা মোকাবিলার এক বিশাল সুযোগ। তবে, এ প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল