ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

জাল দলিলে জমি আত্মসাত, মামলায় ফেঁসে যাচ্ছে প্রতারকরা

#

নিজস্ব সংবাদদাতা

০২ সেপ্টেম্বর, ২০২৪,  7:07 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় জাল দলিল সৃজণ করে জমি আত্মসাতের ঘটনায় ফেঁসে যাচ্ছেন চার প্রতারক

গত (২৭ আগষ্ট) পটিয়ায় সিনিয়র জুডিসিয়্যাল  ম্যাজিস্ট্রেট বেগম তারারাহুম এর বিচারিক আদালতে মাহমুদা আকতার এর করা জালিয়াতি মামলায় জাল দলিলের বিষয়টি ধরা পরায় চারজনকে সমন ইস্যু করে স্ব শরীরে সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরেরএপ্রিল চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের  মাহামুদা আকতার নামে এক ভুক্তভোগী দলিল জাল জালিয়াতির বিষয়ে সিআর-২৪৪/২৪ একটি মামলা দায়ের করেন। মামলার বিবাদী করা হয় উপজেলার কচুয়াই ইউপির আজিমপুর ৫নং ওয়ার্ড এলাকার আবদুর রহমান,  আবদুর ছবুর, আবদুল মতিন ও রোকেয়া বেগম। এ মামলা দায়ের এর পর আদালত তা আমলে নিয়ে পটিয়া থানাকে মূল জাল কবলা জব্দপূর্বক বিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন

থানায় এ মামলার তদন্তভার পাওয়ার পরে  বিবাদীদের দলিল নিয়ে উপস্থিত হওয়ার জন্য লিখিত নোটিশ প্রদান করলে বিবাদীরা উক্ত জাল দলিল হারিয়ে গেছে মর্মে জবাব প্রদান পূর্বক একটি ফটোকপি দাখিল করেন। যেটা পরবর্তীতে পটিয়া থানার অফিসার ইনচার্জ পটিয়া  আদালতে উক্ত ফটোকপি জমা দেন। এর পর বাদী  এই বিষয়ে দরখাস্ত আকারে  আদালতে উখিলের মাধ্যমে লিখিতভাবে উপস্থাপন করলে  বিগত ২২ জুন শুনানি কালে আসামীগণের পক্ষে নিযুক্ত আইনজীবি বিজ্ঞ আদালতে বক্তব্য প্রদানের জন্য অনুমতি চাইলে বিজ্ঞ আদালত বাদী পক্ষের আইনজীবির অনাপত্তিক্রমে আসামীপক্ষের আইনজীবিকে বক্তব্য প্রদানের সুযোগ দেন। উভয় পক্ষের বক্তব্য শ্রবণপূর্বক উভয় পক্ষকে সমস্ত দলিলাদী ফিরিস্তি আকারে জমা প্রদানের জন্য আদেশ দেন।

আরো জানা যায়, সমস্ত দলিলাদি পর্যালোচনা করে আদালত আসামীপক্ষকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত জাল দলিলের সহিমরি নকল দাখিলের জন্য নিদের্শ প্রদান করেন। এরপর বিগত ২৭ আগষ্ট  বিবাদী পক্ষ সহিমরি নকল দাখিল করতে না পারাও আসামীপক্ষ উক্ত জাল দলিল দিয়ে বাদীনিকে বিবাদী পক্ষ করে সিনিয়র সহকারী জজ আদালত পটিয়া-০১ এর কাছে অপর মামলা নং-২১৭/১৭ইং দায়ের করা মামলায়ও বিজ্ঞ আদালত ৮.৬.২০২৩ তারিখ উক্ত ৫১৮নং জাল কবলা বিজ্ঞ আদালতে বিবাদী পক্ষে আবেদনক্রমে দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে আসামীপক্ষ মূল কবলা দাখিল না করে অব্যহতি চেয়ে আবেদন করিলে এবং বিবাদীপক্ষ মামলা খারিজের আবেদন করিলে বিজ্ঞ আদালত ১০.০৯.২০২৩ তারিখ ২০নং আদেশে বাদীপক্ষের আবেদন খারিজ করে এবং বিবাদীপক্ষের মোকাদ্দমা খারিজের আবেদনের বিরুদ্ধে বাদীপক্ষকে আপত্তি দাখিলের নির্দেশ দেন। এই বিষয় ও সদর রেকর্ড রুম হতে উক্ত দলিল বিষয়ে প্রাপ্ত প্রতিবেদন ও উক্ত আসামীগণের দাখিলীয় আর্জি ও জাল দলিলের বর্ণণা এবং উচ্চ আদালতের নজির সবকিছু বিবেচনা করে আদালত অপরাধ আমলে নিয়ে আসামীগণকে আদালতে তলব করে সমন পরোয়ানা ইস্যু করেন।

এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট হানিফ জানান, বিবাদী পক্ষ জাল দলিল তৈরি করে বাদী পক্ষের জায়গা আত্মসাত করার চেষ্টায় লিপ্ত ছিল। পরে আমার মক্কেল ন্যায় বিচারের স্বার্থে আদালতে একটি মামলা দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারক সবকিছু বিবেচনা ও তদন্ত প্রতিবেদন পেয়ে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য সমন ইস্যু করেছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী