ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

জামায়াতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল - ড. মুহাম্মদ ইউনূস

#

০৮ আগস্ট, ২০২৪,  4:29 AM

news image

প্রফেসর ড. ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যম কথা বলে তার সঙ্গে। সেখানে উঠে আসে সম্প্রতি বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা । প্রায় ১১ মিনিটের  আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ। তখন ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই। তাই বিএনপিসহ অন্যান্য বিরোধীদলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না।

ড. ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো সুযোগই পায়নি। তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কী অবশিষ্ট রয়েছে এবং তারা কী করবে। এ ছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র দল। আর জামায়াতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল।

এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছেন। পাশাপাশি তরুণদের ওপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে।

ড. ইউনূস বলেন, তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত। প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের ওপর ভরসা রাখতে চাই।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী