ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

জঙ্গলের পাশে কাঁদছিল অজ্ঞাত নবজাতক

#

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:31 PM

news image

গভীর রাতে জঙ্গলের পাশে এক নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। তারপর বিষয়টি স্থানীয় লোকজন স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ সদ্য প্রসূত ওই ছেলে নবজাতককে উদ্ধার করে। ঘটনাটি নেত্রকোনা পৌর এলাকার। 


স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌরসভার নাগড়া সওদাগর পাড়া এলাকার একটি জঙ্গলের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের ওই নবজাতককে উদ্ধার করে।


শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।


সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।


ওসি জানান, জঙ্গলের পাশে নবজাতকটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি ছেলে বাচ্চা। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্বাবধানে আছে শিশুটি। 


ওসি আরও বলেন, আমরা শিশুটির সঠিক পরিচয় উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এছাড়া কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোনো তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।


এদিকে নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করছেন জানিয়ে ওসি বলেন, ইতোমধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। এ সংক্রান্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দত্তক গ্রহণে আগ্রহীদের আদালতের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী