ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

জঙ্গলের পাশে কাঁদছিল অজ্ঞাত নবজাতক

#

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:31 PM

news image

গভীর রাতে জঙ্গলের পাশে এক নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। তারপর বিষয়টি স্থানীয় লোকজন স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ সদ্য প্রসূত ওই ছেলে নবজাতককে উদ্ধার করে। ঘটনাটি নেত্রকোনা পৌর এলাকার। 


স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌরসভার নাগড়া সওদাগর পাড়া এলাকার একটি জঙ্গলের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের ওই নবজাতককে উদ্ধার করে।


শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।


সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।


ওসি জানান, জঙ্গলের পাশে নবজাতকটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি ছেলে বাচ্চা। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্বাবধানে আছে শিশুটি। 


ওসি আরও বলেন, আমরা শিশুটির সঠিক পরিচয় উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এছাড়া কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোনো তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।


এদিকে নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করছেন জানিয়ে ওসি বলেন, ইতোমধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। এ সংক্রান্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দত্তক গ্রহণে আগ্রহীদের আদালতের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি। 


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল