ছয় মামলার আসামি মকসুদ পুলিশের জালে ধরা
০৩ মে, ২০২৩, 2:28 AM

NL24 News
০৩ মে, ২০২৩, 2:28 AM

ছয় মামলার আসামি মকসুদ পুলিশের জালে ধরা
জুয়েল চৌধুরী,মহেশখালী (কক্সবাজার)
কক্সবাজারের মহেশখালী হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার সন্ত্রাসী ছয় মামলার আসামি মকসুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) রাত ৮ টার দিকে হোয়ানক পুইছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তালিকাভুক্ত সন্ত্রাসী মকসুদ মিয়া পুঁইছড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র ।তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলার ওয়ারেন্টসহ ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন গভীর পাহাড়ে অবস্থান নিয়ে আত্মগোপনে ছিল সে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, মকসুদ মিয়া একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলা সহ ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।