ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় মাঝি মনিন্দকে খুন

#

১০ ফেব্রুয়ারি, ২০২২,  7:57 PM

news image
৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ছিনতাইয়ে বাধা দেওয়ায় মনিন্দ দাসকে ছুরিকাঘাতে হত্যা করে গ্রেফতারকৃতরা। কেরানীগঞ্জে খেয়া নৌকার মাঝি মনিন্দ দাসকে (৭০) হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত ফজলে রাব্বি (২১), শরীফ (২০) ও আজিজুল শেখ (২২) নামে  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গত ৪ ফেব্রুয়ারি ভোরে শুভাঢ্যার চুনকুটিয়া চৌধুরীপাড়া থেকে মনিন্দ দাসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি তার ছেলে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-১০ মিডিয়া শাখার এএসপি সোয়েব জানান, মনিন্দ দাস বুড়িগঙ্গায় খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি উপজেলার বাঘৈর এলাকায়।  ৪ ফেব্রুয়ারি ভোরে বাসা থেকে বেরিয়ে কালিগঞ্জ তৈলঘাট আসছিলেন। চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় পৌঁছলে আসামিরা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে ঘেরাও করে। কিন্তু মাঝির কাছে কোনো অর্থ না পেয়ে এবং ছিনতাইয়ে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিন্দ দাস। 

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার ভোরে চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে মনিন্দ দাসকে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুনের কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী