ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

ছনহরা ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম জমা

#

নিজস্ব সংবাদদাতা

১৮ মে, ২০২২,  10:13 AM

news image

মোরশেদ আলম- চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন

মঙ্গলবার মনোনয়ন ফরম দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ রাসেল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান  আবদুর রশিদ দৌলতী, জাহিদুল হক ও সাহাব উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে উৎসব মুখর পরিবেশ উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনীর কাছে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ রাসেল। 

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাইফুল্লাহ পলাশ, আবদুল করিম প্রমুখ।

অপরদিকে সোমবার বিকেলে ছনহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর পক্ষে তার সমর্থকেরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনীর কাছে এ মনোনয়নপত্র জমা দেন। 

এসময় উপস্থিত ছিলেন শফিউল আলম দৌলতী, জসিম উদ্দিন, রফিকুল আলম দৌলতী, পেয়ার মোহাম্মদ, নুরুল আবছার, রফিক মেম্বার, মুন্সি মিয়া, মীর মদন, আবদুল কাদের দৌলতী প্রমুখ।

এছাড়াও জাহিদুল ও সাহাব উদ্দিন নামের আরো দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, আজ মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে বিকেল ৫ টা পর্যন্ত ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ১ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

নির্বাচন কমিশন গত ২৫ এপ্রিল ঘোষিত নতুন তফসিলে চট্রগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম নির্বাচিত হওয়ার পর ২৫ মার্চ তিনি ইন্তেকাল করলে নির্বাচন কমিশন ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী