ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

চেয়ারম্যান না থাকায় চরম দূর্ভোগে হাজারো মানুষ

#

নিজস্ব সংবাদদাতা

১৪ জুন, ২০২২,  10:17 AM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান বি.এম জসিম জেল হাজতে থাকার কারণে দীর্ঘ ৫ সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম থেমে আছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে হাজারো মানুষ। 

স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে কোন ব্যক্তি নাগরিকত্বের সনদ, ওয়ারিশ কায়েম সনদ নিতে পারছে না। এছাড়াও সারাদেশের মত পটিয়া উপজেলায়ও চলমান ভোটার কার্যক্রম ব্যহত হচ্ছে। পরিষদের কয়েকজন সদস্য জানান, চেয়ারম্যান না থাকায় পরিষদ অচল অবস্থায় পড়ে আছে। 

এমন অবস্থায় স্থানীয়রা শীগ্রই ইউপি সদস্যের মধ্যে যোগ্য ব্যক্তি নির্বাচন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার জন্য সংস্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, আমার একটা সরকারি চাকরীর জন্য জরুরী ভিত্তিতে ওয়ারিশন সনদ, প্রত্যায়ন পত্র প্রয়োজন হলেও আমি চেয়ারম্যান না থাকার কারণে নিতে পারিনি।

কুসুম নামের একজন জানান, সারাদেশে ৩ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্যক্রম চালানোর জণ্য সরকারি নির্দেশনা আছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র ব্যবস্থা করে ভোটার হতে হবে। চেয়ারম্যান না থাকায় আমি এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সনদ, প্রত্যায়ন পত্র সহ আরো প্রয়োজনীয় কাগজ পত্র নিতে পারিনি। যার কারণে সরকার কতৃক বেধেঁ দেওয়া সময়ের মধ্যে ভোটার হতে পারব কিনা তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

স্থানীয় রহিমা বেগম রাগান্বিত সুরে বলেন, জনগনের সেবা করার জন্য চেয়ারম্যান বানিয়েছি ভোট দিয়ে। অথচ আমরা এই চেয়ারম্যানকে এখন কাজে পাচ্ছিনা।

এই বিষয় পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি তারা আশাকরি খুব সীগ্রই হাইদগাও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্থানীয়দের সমস্যা সমাধান করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতিকুল মামুন জানান, উপজেলার হাইদগঁাও ইউনিয়নের চেয়ারম্যান মামলা জনিত কারনে জেলা হাজতে থাকায় আমরা এখন বিকল্প ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার চিন্তা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, উপজেলার হাইদগাঁও গত ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ইফতারে মাহফিলকে কেন্দ্র করে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নেতা জিতেন কান্তি গুহকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে জিতেন কান্তি গুহের ভাই তাপস গুহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেদিন রাতে চেয়ারম্যান বিএম জসিম ও তঁার পুত্র মুসফিক উদ্দিন ওয়াসি (২৫) দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপর থেকে ইউনিয়ন চেয়ারম্যান শূণ্য হয়। এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী লিউকে সহ আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

#এনএল

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী