ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

#

নিজস্ব সংবাদদাতা

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  7:43 PM

news image

সাবরীন জেরীন: চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের ১৫তম মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী কাজী আশিকুর রহমান অপুর আয়োজনে মাদারীপুরে হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় তার নামে গঠিত কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থা'র উদ্যোগে দুস্থ ও অসহায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মাইনউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খান, সাংবাদিক কল্যাণ সমিতি, মাদারীপুর-এর সভাপতি গোলাম মাওলা আকন্দ, মৈত্রী মিডিয়া সেন্টার. মাদারীপুর-এর সভাপতি মাহাবুবুর রহমান বাদল, সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক ফরিদপুর শাখার ডিজিএম মো. সাইফুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহামুদ কাওসার প্রমূখ।

চিত্রশিল্পী আনোয়ার হোসেন মাদারীপুর জেলা কাজী পরিবারে ১৯৪১ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী আবুল হোসেন এবং মাতার নাম আহিদুন্নেসা। ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) মাদারীপুরের চিত্রশিল্পী তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন। স্বাধীনতার পর ভারতের প্রায়াত তৎকালীণ প্রধানমন্ত্রী ইন্দিরা গার্ন্ধী বাংলাদেশ সফরে এলে বঙ্গবন্ধু শিল্পীর হাতে আঁকা একটি ছবি উপহার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পীকে আদর করে নৌকা আনোয়ার বলে ডাকতেন।

একুশে পদক প্রাপ্ত (মরণোত্তর) চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রংতুলি হাতে নিয়েই তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত অনুরাগীদের রেখে পরপারে চলে যান।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল