ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে: প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান বল হাতে লড়াইয়ের পরও হার মানল বাংলাদেশ কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের পারভেজ হত্যা মামলায় দুই ছাত্রী বহিষ্কার, খুঁজছে পুলিশ ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান মারা গেলেন পোপ ফ্রান্সিস

চিটাগাং কিংসের প্রতিনিধিত্বকারী দল ঘোষণা

#

ক্রীড়া ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৪,  6:33 PM

news image

মোরশেদ আলম:- বিপিএল-এর বহুল আলোচিতচট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দলচিটাগাং কিংসএর সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা করা হয়েছে

সিনিয়র সাংবাদিক মো. ওয়াহিদ জামানকে প্রেসিডেন্ট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক তানভীর আহমেদ'কে সাধারণ সম্পাদক, রিদুয়ান সিদ্দিকীকে সহ সভাপতি করে ৮১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা দিয়েছেন চিটাগাং কিংস-এর কর্ণধার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মাঠের লড়াইয়ে দুই দিন আগে সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা দিলো চিটাগাং কিংস। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে বিজয় গাঁথা তুলে ধরে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস। 
 
বিবৃতিতে বলা হয়েছে, বিপিএলের আসরে দলকে উজ্জীবিত করতে ক্যাম্পিং ও কার্ণিভাল শুরু করবে চিটাগং কিংস। গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র।  
 
মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। 
 
নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে ‘চিটাগং কিংস’ সমর্থক গোষ্ঠী। 
 
‘চিটাগং কিংস’ সমর্থক গোষ্ঠীর পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন, ওয়াহিদ জামান সভাপতি ও রাসেল আহমেদ সিনিয়র সহ-সভাপতি। সহ-সভাপতির পদে আছেন সাইফুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আলী, ইবেন মীর, রিদুয়ান সিদ্দিকী, সামিউল মোহাম্মদ আরাফ, এনামুল হক রাজু এবং মোস্তাফিজুর রহমান। 
 
সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর আহমেদকে, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারূফ (সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে এসএম জমির উদ্দিন, ফরহাদুল হাসান, এস এম ফারুক হোসেন, মোহাম্মদ তানভীর শরীফ ও আহাদ সাইদ করিম। 
 
এছাড়া আকরাম উদ্দিন পাভেল (সাংগঠনিক সম্পাদক), কাজী মহিউদ্দিন (সহ-সাংগঠনিক সম্পাদক), মো. ওমর কাউয়ুম (সহ-সাংগঠনিক সম্পাদক), কামরুল হাসান ফরহাদ (অর্থ-বিষয়ক সম্পাদক), মো. লিয়াকত (সহ-অর্থ বিষয়ক সম্পাদক), গণমাধ্যম বিষয়ক সম্পাদক (মীর মোহাম্মদ আকরাম হোসেন), সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, তানভীর ইসলাম মামুন (আপ্যায়ন বিষয়ক সম্পাদক), মো. ইয়াছিন (সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক), এম শাহাজাহান শাহিল (দপ্তর সম্পাদক), আরবিন হুমায়ন (সহ-দপ্তর সম্পাদক) সৈয়দ সাফওয়ান আলী (ক্রীড়া সম্পাদক), মো. জাবেদ বাহাদুর (সহ-ক্রীড়া সম্পাদক), মো. নাফিস ইমতিয়াজ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাফি হোসাইন (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ), সৌরভ প্রিয় পাল (প্রচারপ্রকাশনা সম্পাদক), জাহাঙ্গীর আলম (সমাজসেবা বিষয়ক সম্পাদক), রিয়াদ সাব্বির (সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক), সোনা মানিক (সহ-প্রচারপ্রকাশনা বিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট সাইফুল ইসলাম (আইনবিষয়ক সম্পাদক), মো. শাহেদ (সহ-আইন বিষয়ক সম্পাদক) মো. বয়ান (শৃঙ্খলা বিষয়ক সম্পাদক), মো. সুবহান (সহ-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক)।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী