চাঁপাইনবাবগঞ্জে আরও ৫৪৬ পরিবার পাচ্ছে জমিসহ ঘর
২৫ এপ্রিল, ২০২২, 1:41 PM

NL24 News
২৫ এপ্রিল, ২০২২, 1:41 PM

চাঁপাইনবাবগঞ্জে আরও ৫৪৬ পরিবার পাচ্ছে জমিসহ ঘর
নিজস্ব প্রতিনিধি : তৃতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪১টি, শিবগঞ্জে ১০০টি, গোমস্তাপুরে ৫০টি, নাচোলে ২১৬টি ও ভোলাহাট উপজেলায় ১৫০টি মিলে মোট ৫৪৬টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ৫৪৬টি পরিবার পাচ্ছে জমিসহ ঘর।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন,
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ৫৪৬ জন সুবিধাভোগীকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।