চাঁদপুরে ১ হাজার ৩শ কেজি জাটকা জব্দ
১২ মার্চ, ২০২৩, 7:41 PM

NL24 News
১২ মার্চ, ২০২৩, 7:41 PM

চাঁদপুরে ১ হাজার ৩শ কেজি জাটকা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ১ হাজার ৩শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড।
রবিবার ১২ মার্চ দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৩শ কেজি (৩২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান,পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।