চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, আটক ৪৫
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:05 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:05 PM

চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, আটক ৪৫
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে নৌপুলিশ সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বাল্কহেড ও দুটি নৌকা জব্দ করেছে। এ সময় ৪৫ জনকে আটক করা হয়েছে।
জেলা নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুর্ঘটনা রোধে রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। অনেক বাল্কহেডে প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক নেই। এর ফলে বাল্কহেডগুলো রাতে যাত্রীবাহীসহ অন্যান্য নৌযানের জন্য হুমকি। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, রাতে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিল। এ সময় ১৫টি বাল্কহেড জব্দ ও ৩৩ জনকে আটক করা হয়। এছাড়া কারেন্ট জাল দিয়ে জাটকা ধরায় দুটি নৌকা জব্দ এবং ১২ জেলেকে আটক করা হয়।