চাঁদপুরে গভীর রাতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
২২ ফেব্রুয়ারি, ২০২২, 8:34 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 8:34 PM

চাঁদপুরে গভীর রাতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের নারায়ণপুর উপজেলায় সোমবার গভীর রাতে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। অমর সরকার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ব্যবসায়িক কাজে সোমবার রাত ৯টার দিকে দোকানের কর্মচারী অনিককে নিয়ে মতলব বাজারে যান অমর সরকার। সেখান থেকে বোনের বাড়িতে যান তিনি।
বোনের বাড়ি থেকে রাত ১১টার সময় কর্মচারীকে নিয়ে নারায়ণপুর আসেন। এরপর আর বাড়ি ফিরেননি তিনি।
রাত আড়াইটার দিকে অনিক এসে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানায়।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, খুনিরা নিহত ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দোকানের কর্মচারীকে আটক করা হয়েছে।