চাঁদপুরে অবৈধ ১০ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস
০৩ মার্চ, ২০২২, 5:45 PM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 5:45 PM

চাঁদপুরে অবৈধ ১০ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর মেঘনা নদীতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানে অংশগ্রহনকারী সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় জেলেদের পেতে রাখা ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা রক্ষায় দিন ও রাতে অভিযান অব্যাহত রয়েছে। পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ নিষিদ্ধ।