চলে গেলেন মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান
০৯ মে, ২০২৩, 2:09 AM

NL24 News
০৯ মে, ২০২৩, 2:09 AM

চলে গেলেন মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান
মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব,মরহুম মোঃ মুজিবুর রহমান , সাহেবরামপুর, কালকিনি, মাদারীপুর নিবাসী, ৬ মে ২০২৩ তারিখে সেন্ট বারথালমিউজ হাসপাতাল, সেন্ট পলস, লন্ডন এ ৭২ বছর বয়সে এমএম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যারিস্টার শরীফ হায়দার, এস এম বদরুল হায়দার, এস এম মাহামুদুল হায়দার এবং মৌনোতা মুজিবের পিতা ছিলেন। তিনি ৫ নাতি-নাতনীর পিতামহ ছিলেন। তিনি বাংলাদেশ, যুক্তরাজ্যসহ সারা বিশ্বে অনেক পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গিয়েছেন। মঙ্গলবার লন্ডনে ১ম জানাজা দুপুর ১:৩০ মিঃ লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে ।
• প্রথম জানাজা : ৯ মে ২০২৩ মঙ্গলবার লন্ডনে ১ম জানাজা দুপুর ১:৩০ মিঃ (পূর্ব লন্ডন মসজিদে যোহরের জামাতের পর) ।
• দ্বিতীয় জানাজা : ঢাকার পিসি কালচার হাউজিং সোসাইটি জামে মসজিদে (শেখেরটেক রোড নং ১০, আদাবর, মোহাম্মদপুর) সম্ভবত বৃহস্পতিবার (১১ মে ২০২৩) আসরের নামাজের জামাতের পর বিকেল ৪:৩০ টার দিকে।
•তৃতীয় জানাযা : ১২ মে ২০২৩ শুক্রবার জুমার নামাজের পর সাহেবরামপুর সেন্ট্রাল মসজিদের সামনে শেহেব্রামপুর হাইস্কুল মাঠে ।
১২ মে ২০২৩ বিকাল ৩ টার দিকে কালকিনির শাহেব্রামপুরের খুদ্রচর শরীফ বাড়ি মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।
মরহুম মোঃ মুজিবুর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং তারপর ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন ম্যাজিস্ট্রেট, টিএনও/ইউএনও, এডিসি, ডিসি (যশোর), ঢাকা সিটি কর্পোরেশনের সচিব এবং মেম্বার সিএইচডিবি এবং পিএমও-এর পরিচালক পদে চাকরি করেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ইসলামিক দাতব্য প্রতিষ্ঠান, মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসার সাথে জড়িত ছিলেন।