ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

চবির ডে. রেজিস্ট্রার থেকে অর্ধশত কোটি টাকার মালিক খোকন

#

নিজস্ব সংবাদদাতা

০২ আগস্ট, ২০২২,  12:05 AM

news image

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার চিকিৎসা অনুষদ বিভাগের শিক্ষক মাহফুজুল হক খোকন।ডেপুটি রেজিস্ট্রারের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরিয়ানের দায়িত্বও তার হাতে। ভর্তি বানিজ্য থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণার সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাত্র বছর কয়েক আগেও যার সংসার চলত বেতনের টাকায় তিনিই আজ কিনা কোনো এক মন্ত্রবলে বাড়ি-গাড়ি সহ অর্ধ শত কোটি টাকার মালিক। 

তথ্যানুসন্ধানে জানা যায় মাহফুজুল হক খোকন ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্জন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় বিএ পাশ কোর্সের নকল সার্টিফিকেট বিক্রয় সিন্ডিকেটের সদস্য হিসেবে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে তার বিরোধে। বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ পরিক্ষার সময় দায়িত্বরত চিকিৎসক সরকারী বিধি মোতাবেক সম্মানী ভাতা প্রদান করা হয় তা নিয়েও বিশাল আর্থিক দুর্নীতির সাথে জড়িত থাকার  অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  প্রতি পরীক্ষার চিকিৎসকদের পে-অর্ডার  চেক ও নগদ চেকের মাধ্যমে মাহফুজুল হক তাদেরকে নগাদায়নের বন্টন করে থাকে। শুভাংকরের ফাকির মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা নয়-ছয় করে পকেটে ভর্তি করেছেন মাহফুজুল হক। এ বিষয়ে তদারকি অডিটেরও প্রয়োজন হয়নি। এই সুচতুর মাহফুজুল হক বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাধর ব্যাক্তি হওয়ায় তিনি ধরাকে স্বরায় পরিণত করেছেন। ভর্তি বানিজ্য থেকে শুরু করে প্রত্যেক অনিয়ম দুর্নীতির সাথে তিনি জড়িত। ক্ষমতার অপব্যবহার করে এ কর্মকর্তা চিকিৎসা অনুষদে একক অধিপত্য বিস্তারের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।  দুর্নীতির শীর্ষে থাকা এ ব্যাক্তিকে লাইব্রেরিয়ানের কোনো যোগ্যতা না থাকা স্বত্বেও দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের লাইব্রেরিয়ানের দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভিসি থাকুক না কেন সে ভিসিকে সুচতুর মাহফুজুল হক তার চাটুকারিতার মাধ্যমে তার আস্থাভাজন হয়ে যান। সাবেক ভিসি ইফতেকার উদ্দিন চৌধুরীর সময় মাহফুজুল হককে  প্রথমে তিন মাসের জন্য সাময়িক অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাইব্রেরিয়ানের দায়িত্ব দেয়া হয়। প্রথম তিন মাসের পরে কৌশলে তিনি লিখিতভাবে অতিরিক্ত পদের দায়িত্ব নিয়ে নেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঐ পদে নিয়োগ না হওয়া পর্জন্ত সাবেক ভিসিকে ম্যানেজ করে লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করার স্থায়ী অফিস আদেশও নিয়ে নেন যা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থি। এছাড়া প্রতি মাসে বিভিন্ন প্রাইভেট মেডিকেলে চিকিৎসা অনুষদের ডিন হিসাবে যখনই পরিদর্শনে যান সাথে যান তার সচিব ডেপুটি রেজিস্ট্রার মাহফুজুল হক। সেখানেও বড় ধরনের অনৈতিক বাণিজ্যের অভিযোগ রয়েছে। পরিদর্শনে যাওয়া গাড়িটি তার হলেও চিকিৎসা অনুষদ থেকে ভাউচারের মাধ্যমে ভাড়া আদায় করে থাকেন তিনি। ডেপুটি রেজিস্ট্রার মাহফুজুল হক একই ব্যাক্তি দুই পদের দায়িত্ব পালন করছেন। 

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এক ব্যক্তি দীর্ঘমেয়াদী দুই পদের দায়িত্ব পালন করতে পারে কিনা এ ব্যাপারে চবির সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেকার উদ্দিন চৌধুরী  কাছে জানতে চাইলে তিনি বলেন,"বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এক ব্যক্তি দুই পদে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করা সমীচীন। আমি ভিসি থাকাকালীন সময়ে মাহফুজুল হককে লাইব্রেরিয়ানের দায়িত্বের জন্য যোগ্য মনে করেছিলাম।কারন এই পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হয় এবং সে এই বিষয়গুলোতে দক্ষ। সে জায়গা থেকে আমি তাকে নিয়োগ দিয়েছি"।

 এ ব্যাপারে মাহফুজুল হকের সাথে কথা বললে তিনি জানান,"আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পর থেকে আমার নামে নিজস্ব কোনো সম্পত্তি নেই।আমি যে অতিরিক্ত লাইব্রেরিয়ানের দায়িত্বে আছি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই"।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী