চট্টগ্রাম পটিয়াতে ৬ষ্ট তম বার্ষিক আজিম্মুশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও শানে মোস্তাফা কনফারেন্স
২৬ আগস্ট, ২০২৩, 4:01 PM

NL24 News
২৬ আগস্ট, ২০২৩, 4:01 PM

চট্টগ্রাম পটিয়াতে ৬ষ্ট তম বার্ষিক আজিম্মুশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও শানে মোস্তাফা কনফারেন্স
পটিয়া উপজেলাধীন গ্রাম সুচক্রদন্ডী।এ গ্রামে কিছু সংখ্যক তরুন-যুবকরা এক শুভক্ষণে প্রতিষ্ঠা করেন আশেকে নূরে মোহাম্মদ (সা:) পরিষদ। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথচলা পরিক্রমায় দ্বীন ও মানবতার সেবায়,সুশিক্ষা ও সুস্থ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রেখে চলছে।এই অবদানকে ধরে রাখতে স্মরণীয় করে রাখার তাগিদে আগামী ৩১শে আগস্ট রোজ: বৃহস্পতিবার সকল ঈমানী ভাইদের জন্য হযরত সৈয়দ নূর মোহাম্মদ (সা:) এর ফাতেহা শরীফ উপলক্ষে পবিত্র আজিম্মুশান মাহফিল অনুষ্ঠিত হবে সুচক্রদন্ডী জাফর ফকিরের বাড়ি সংলগ্ন ময়দানে। উক্ত মাহফিলের আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী ও ওমর ফারুক নঈমী হুজুর।আরো থাকছেন,,,পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর উদ্যােগে ফ্রী চিকিৎসা ক্যাম্প,ফ্রী কসমেটিকস খৎনা এবং
ব্লাড গ্রুপিং। এতে পবিত্র মাহফিলের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক হারুনুর রশিদ (সাধারণ সম্পাদক: পটিয়া উপজেলা আওয়ামী। সাবেক মেয়র: পটিয়া পৌরসভা, চট্টগ্রাম।)
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এডভোকেট জনাব আবদুর রশিদ দৌলতি।
(সম্মানিত মহাসচিব:রজবীয়া নূরীয়া ট্রাস্ট,বাংলাদেশ।চেয়ারম্যান ১৫নং ছনহরা ইউনিয়ন পরিষদ)
প্রধান পৃষ্ঠপোষক-
জনাব আলী হোসেন আরিফ
(সম্মানিত ডিরেক্টর:মেসার্স ভৈরবীরা ফার্ম,ফলমন্ডি চট্টগ্রাম।
শুভেচ্ছা বক্তা-
ডা:এমদাদুল হাসান চেয়ারম্যান:পটিয়া কেয়ার ফাউন্ডেশন।ব্যবস্থাপনা পরিচালক:পটিয়া জেনারেল হসপিটাল।)
সভাপতিত্ব করবেন-
জনাব তৌহিদুল আলম
(সাধারণ সম্পাদক: চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতি)
মাহফিলের আয়োজন করেন
আশেকে নূরে মোহাম্মদ (সাঃ) পরিষদ। ২নং ওয়ার্ড পটিয়া পৌরসভা।সবাই/সবার প্রতি দাওয়াত রইল,এতে করে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটি উজ্জীবিত করবে।
(মিডিয়া পার্টনার NL24)