চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই, ২০২৫, 12:50 AM

নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই, ২০২৫, 12:50 AM

চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম
পটিয়া: পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে সন্ধ্যায় আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আলোচিত এই নেতা পটিয়ার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই মাসে পটিয়ায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল। আজ (১২ জুলাই) সন্ধ্যায় তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্রজনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককালে ইনজামুল হকের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে তার গ্রেফতারের ভিডিও ও ছবি পোস্ট করে লেখেন— “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে—আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দিবো না।”
এ ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
৫ই আগষ্ট পরবর্তী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি নুরুজ্জামান এই রিপোর্টটি লেখা পর্যন্ত এই বিষয়ে জানেন না বলে জানান।