ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

চট্টগ্রামে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

#

নিজস্ব সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৫,  4:11 PM

news image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের বরৈয়ারহাট এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ জন। তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারৈয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. ইরফান জানান, বিএনপির নতুন ঘোষণা দেওয়া কমিটি নিয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং অপর নেতা মো. আমিন প্রকাশ কালা আমিনের মধ্যে কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারৈয়াহাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এসময় একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন। নিহত জাবেদ কোন পক্ষের এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই প্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। বুধবার সকাল ১১টায় ১৪৪ ধারা ভঙ্গ করে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। তারা যাওয়ার পর দুপুরে বারৈয়ার হাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। একজন নিহত ছাড়াও মেডিকেলে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জের ধরে ২৪ মার্চ থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী