ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ২

#

২৯ জানুয়ারি, ২০২২,  9:49 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। 


শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। এর আগে, শুক্রবার তাদের আটক করা হয়।


আটকরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার গড়াভাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হেলাল ও নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ তৈয়ব সোসাইটি এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন।


ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান ওয়াদুদ হোটেলের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


এদিকে, সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।


জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ফলে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। চালু থাকা অন্যপাশ দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


বিকেল ৪টার দিকে সংস্কার কাজ শেষ করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় বন্ধ থাকা মহাসড়ক খুলে দেয়া হয়। তবে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহনের চাপ সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। যানবাহন পুরোপুরি চালু হওয়ার আগেই সন্ধ্যার দিকে উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। এতে যানজটের মাত্রা আরো বৃদ্ধি পায়।


বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি কাজী নাজমুল হক বলেন, সড়কের সংস্কার কাজের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে বিকেলের দিকে তা স্বাভাবিক হতে লাগলে জলিল গেট এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এরপরই দুইপাশে আরো চাপ তৈরি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল