ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামে মাদক মামলায় একজনের ৫ বছরের জেল

#

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:11 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মাদক মামলায় একজনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।


সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভী বাজার মাস্টার জহিরের বাড়ির জহির উদ্দীনের ছেলে ফোরকান উদ্দীন।


আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় ফোরকান উদ্দীনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে তিনি পলাতক রয়েছেন।


২০১৮ সালের ১২ ডিসেম্বর স্টেশন রোড থেকে এক হাজার ৫শ’ ইয়াবাসহ ফোরকান উদ্দীনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ঘটনায় অধিদফতরের চাদগাঁও অঞ্চলের তৎকালীন উপ-অঞ্চল পরিদর্শক লোকাশীষ চাকমা কোতোয়ালি থানায় মামলা করেন।


এর আগে, ২ ফেব্রুয়ারি সাতকানিয়ায় একটি মাদরাসার নারী শিক্ষককে ধর্ষণের দায়ে অধ্যক্ষের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়ার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদরাসার অধ্যক্ষ। মামলার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।


জানা যায়, ২০১৬ সালের ৩ জানুয়ারি নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে ঐ নারী শিক্ষককে ধর্ষণ করেন অধ্যক্ষ নিজাম উদ্দিন। সম্মানহানির ভয়ে বিষয়টি কয়েক মাস ধরে গোপন রাখেন ভুক্তভোগী। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে একই বছরের সেপ্টেম্বরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অধ্যক্ষের নামে মামলা করেন।


২০১৭ সালের ফেব্রুয়ারিতে আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক বছর পর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল