ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা সামরিক আইন জারি করেও প্রত্যাহার, যে কারণে পিছু হটে দ. কোরিয়ার সরকার ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু

চট্টগ্রামে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট

#

নিজস্ব সংবাদদাতা

০১ ডিসেম্বর, ২০২৪,  10:23 AM

news image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে এ সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের।

এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের ৫০ ভাগই ছিল এস আলম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেওয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে দু-তিনটি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

চট্টগ্রামের খাতুনগঞ্জ-চাক্তাই বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, বাজারে সয়াবিন তেলের যে বোতল পাওয়া যাচ্ছে, তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি করা হচ্ছে।

এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। তারা বলছেন, ব্যবাসায়ীরা দোকানে তেল না রেখে, বাড়িতে মজুত করেন। ফলে বাজারে তৈরি হয় সংকট।

সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবিলায় মূল্য সংযোজন কর ১০ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল