চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা: কানায় কানায় পূর্ণ পলোগ্রাউন্ড মাঠ
নিজস্ব সংবাদদাতা
০৪ ডিসেম্বর, ২০২২, 11:44 AM

নিজস্ব সংবাদদাতা
০৪ ডিসেম্বর, ২০২২, 11:44 AM

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা: কানায় কানায় পূর্ণ পলোগ্রাউন্ড মাঠ
মোরশেদ আলম, চট্টগ্রাম থেকেঃ- প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
চট্টগ্রাম মহানগর-উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে রবিবার ৪(ডিসেম্বর) সকাল ৭টা থেকে জনসভাস্থলে মানুষজন আসা শুরু করেন। বেলা ১১টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। উৎসবমুখর হয়েছে উঠেছে পুরো শহর।
স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে বাহারি রংগের, গ্যাঞ্জি, টি-শার্ট, মাথার ক্যাপ, পাঞ্জাবি পড়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনছে লাখো জনতা। প্রত্যন্ত এলাকা থেকে আগত জনস্রোত এখন জনসভার মাঠে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ মানুষের জনসমাগম ঘটবে।