চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ইতিহাস সৃষ্টি করবে-মুহাম্মদ নাছির
নিজস্ব সংবাদদাতা
০২ ডিসেম্বর, ২০২২, 7:20 PM

নিজস্ব সংবাদদাতা
০২ ডিসেম্বর, ২০২২, 7:20 PM

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ইতিহাস সৃষ্টি করবে-মুহাম্মদ নাছির
পটিয়া প্রতিনিধি : বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভা করার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের সকল মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়েছে। তিনি বলেন, বিপর্যস্ত এক বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিতে পিছিয়ে পড়া এক বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনিত করেছেন তিনি। তার বিকল্প আর কিছু নেই। জামায়াত-শিবীর, জঙ্গিদের হাতে যেন এই দেশটা চলে না যায়। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে পটিয়ায় এক র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধো মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আ’লীগ নেতা মোজাহের আলম চৌধুরী।