ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার

#

নিজস্ব সংবাদদাতা

১০ জুন, ২০২৫,  10:24 PM

news image

মোরশেদ আলম— ঈদুল আজহার পবিত্র ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে জুলাই আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রামের সাহসী সন্তানদের পরিবারের পাশে দাঁড়াল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঈদের আনন্দ শহীদ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে কোরবানির পশু উপহার হিসেবে পৌঁছে দেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।



চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবায়রুল হাসান আরিফ শহীদ ইশমামের পরিবারের কাছে কোরবানির পশু পৌঁছে দেন।


শহীদ ওমর ফারুক ও শান্তর বাড়িতে কোরবানির পশু নিয়ে উপস্থিত হন শহীদ মাহবুবের সহোদর ও চট্টগ্রাম জেলা এনসিপির নেতা হাসান মাহমুদ ও মনজুরুল হাসান মাহিম।


শহীদ ইউসুফ ও জামালের বাড়িতে পশু পৌঁছে দেন সংগঠনের উদ্যমী নেতা—রাফসান, ইমরান, জমির, সাজ্জাদ শেখ, সাজ্জাদ উদ্দিন, কায়েসসহ আরও অনেকে।



এসময় শহীদ পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে বলেন, "আমাদের সন্তানদের রক্ত বৃথা যায়নি—এটা আজকের এই ভালোবাসায় আবারও প্রমাণিত হলো।"


নেতাকর্মীরাও জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, "ঈদ শুধু উৎসব নয়, এটা ত্যাগ ও সহমর্মিতার প্রতীক। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।"

চট্টগ্রামে এই মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত—যেখানে রাজনীতি শুধু মতাদর্শ নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা বিলানোর মাধ্যম হিসেবেও কাজ করতে পারে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী