ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু লন্ডনে মীর্জা ফখরুল একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামিকে খালাস দেওয়ার প্রতিবাদে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি চট্টগ্রামে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি

চট্টগ্রামে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে দ্বিগুণ

#

০৪ জানুয়ারি, ২০২২,  12:12 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে এক হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 


পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৯৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল এক দশমিক ৫৬ শতাংশ। অর্থ্যাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার বেড়েছে প্রায় দিগুণ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৩ জন ও রাঙ্গুনিয়ার দুইজন রয়েছেন।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৩৩৩ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৮৩ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৭১৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩২ জন। এর মধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬০৯ জন রয়েছেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল