NL24 News
০৪ জানুয়ারি, ২০২২, 12:12 PM
চট্টগ্রামে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে দ্বিগুণ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে এক হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৯৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল এক দশমিক ৫৬ শতাংশ। অর্থ্যাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার বেড়েছে প্রায় দিগুণ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৩ জন ও রাঙ্গুনিয়ার দুইজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৩৩৩ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৮৩ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৭১৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩২ জন। এর মধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬০৯ জন রয়েছেন।