ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা পুলিশ কমিশনার মহোদয়ের গাজীপুরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন এর বিক্ষোভ মানববন্ধন

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আজীবন সদস্যরা

#

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  12:57 AM

news image

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবার সোচ্চার হয়ে উঠেছে আজীবন সদস্যরা। বিশেষ করে সাধারণ মানুষকে সেবাবঞ্চিত রেখে হাসপাতাল পরিচালনা পরিষদ হাসপাতালকে কুক্ষিগত করে রাখায় মানববন্ধন করেছে তারা। শনিবার সকালে হাসপাতালের সচেতন আজীবন সদস্যদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট পরিচালনায় অনিয়ম-দুর্নীতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, আজীবন সদস্যদের অজান্তে ২৫ কোটি টাকার ব্যাংকলোনের বোঝা, অ্যাম্বুলেন্স সেবায় গাফিলতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, বিজ্ঞপ্তি ছাড়াই নিজেদের লোকজন নিয়োগ, কমিটির নেতাদের ঠিকাদারী ব্যবসাসহ সর্বোপরি সাধারণ মানুষকে সেবাবঞ্চিত রেখে হাসপাতালকে কুক্ষিগত করে রেখেছে হাসপাতাল পরিচালনা পরিষদ।তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই হাসপাতালকে বাঁচাতে আজীবন সদস্যসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

হাসপাতালের আজীবন সদস্য হাজী হোসেন আহমেদের সভাপতিত্বে ও ফজলুল করিম মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আজীবন সদস্য মো. জাহেদুল হাছান, মোহাম্মদ আবুল হোসেন, ফজলুর রহমান স্বপন, মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আবদুস সবুর, মো. ফরিদ, মো. জহির উদ্দিন, জিয়াউর রহমান কনক, হানিফ সওদাগর, সাইফুল ইসলাম, মো. নাছির, জাহেদ কায়সার, নুরুল আবছার, ওয়াহিদ পারভেজ, শফিউল আলম প্রমুখ।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল