চকরিয়ায় সবজিক্ষেতে পড়ে রইলো ট্রাকচালকের নিথর দেহ
০৮ ফেব্রুয়ারি, ২০২৩, 9:07 PM

NL24 News
০৮ ফেব্রুয়ারি, ২০২৩, 9:07 PM

চকরিয়ায় সবজিক্ষেতে পড়ে রইলো ট্রাকচালকের নিথর দেহ
জিয়াবুল হক, চকরিয়া (কক্সবাজার অফিস):
কক্সবাজারের চকরিয়ায় বেতুয়ার মাতামূহুরী নদীস্হ ব্রীজের নিচে সবজি ক্ষেতে পড়ে আছে মোঃবেলাল উদ্দিন (৩৫) নামে এক ট্রাক-চালকের নিথর দেহ।
বুধবার (৮ ফ্রেরুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্হ বেতুয়ার মাতামুহুরী ব্রীজের নদীর চর টমেটো ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত-বেলাল উদ্দিন(৩৫) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে।
স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায় বুধবার দুপুর ১২টার দিকে মাতামূহুরী নদীতে গোসল করতে যায় স্হানীয় এক নারী।এসময় তিনি টমেটো ক্ষেতে লাশটি দেখতে পায়।পরে বিষয়টি স্থানীয়দের জানায়।পরে স্হানীয়রা ক্ষেতে লাশ দেখে থানা পুলিশকে খবর দেন।এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,লাশটি উদ্ধারের পরে,লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।এসময় লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ধারণা করছি,কেউ তাকে হত্যা করে টমেটো ক্ষেতে ফেলে দেন।