চকরিয়ায় বালু উত্তোলনের দায়ে একজনের শাস্তি
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:07 PM

NL24 News
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:07 PM

চকরিয়ায় বালু উত্তোলনের দায়ে একজনের শাস্তি
জিয়াউল হক জিয়া,চকরিয়া ( কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ার মাতামূহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময়
ভ্রাম্যমান অভিযান চালিয়ে খায়রুল বশর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ ফ্রেরুয়ারী) দুপুর ১টার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নস্হ প্রবাহমান মাতামূহুরী নদীর চরে অভিয়ানটি পরিচালনা করেন-উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্বে দেন-উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) জেপি দেওয়ান।
আটক-খায়রুল বশর,উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেকান্দর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন-পূর্ব বড়ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তফসিলদার) মোঃ মনছুর আলম।তিনি জানান,দীর্ঘদিনের ইউনিয়নস্হ মাতামূহুরী নদীর সেকান্দরপাড়াস্হ এলাকা থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন আটক বশর।তাকে বালু না তুলার সর্তক দেন এলাকাবাসী।কারো কথা না শুনে দাম্ভিকারের সাথে বালু উত্তোলন করে যাচ্ছে।বিষয়টি ইউএনও মহোদয় শুনে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন।এসময় ১টি স্ক্যাভেটর জরিমানা,১টি ডাম্পা গাড়ী জব্দ করার পরে আটক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান স্যার।অভিযানে উপস্হিত ছিলেন-আনসার সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।