চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
০৬ মার্চ, ২০২৩, 9:40 PM

NL24 News
০৬ মার্চ, ২০২৩, 9:40 PM

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ার সাহারবিলে পুকুরের পানিতে ডুবে দুই বোন এক সাথে নিহত হয়েছেন।
সোমবার (৬মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী।
নিহত দুই শিশু হলেন - উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের দুই কন্যা তাবিয়া আক্তার (৯) ও হোসাইবা আক্তার (৬)
নিহতদের পিতা সাইফুল ইসলাম জানান, দুপুরের নামাজ পড়ছিলেন আমার স্ত্রী, এসময় তারা দুই বোন বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ এক সময় তারা খেলারচলে পুকুরে নামলে পানির গভীরে চলে যাওয়ায় আর ফিরতে পারেনি। আমি হারিয়ে ফেললাম আমার বুকের দুই ধনকে।
ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী বলেন, তারা দুই বোন তাবিয়া আক্তার ও হোসাইবা আক্তার পুকুরের পানিতে পড়ার প্রায় ঘন্টা পর ভেসে উঠলে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।