নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর, ২০২৪, 11:53 AM
গুলিস্তানে জনতার হাতে আ. লীগ নেতার আটক
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলটির এক নেতা উপস্থিত হলে তাকে পুলিশে সোপর্দ করেন উপস্থিত ছাত্র-জনতা। রোববার সকাল ১০টায় গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকা থেকে ওই নেতাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে ওই নেতা তার কয়েকজন কর্মী নিয়ে কার্যালয়ে এসেছিলেন। কিন্তু উপস্থিত ছাত্র-জনতা তাকে সন্দেহ করে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গের কর্মীরা পালিয়ে যান।
এর আগের দিন, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজনকে আটক করে স্থানীয় কিছু যুবক। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি আওয়ামী লীগের 'এ' টিমের সদস্য ছিলেন। তার মোবাইলের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া যায়। এ ছাড়াও, তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন পোস্টের প্রমাণ মিলেছে বলে জানায় উপস্থিত জনতা।
স্থানীয়রা সন্দেহ করে যে, রোববারের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে এরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। আটককৃত ওই ব্যক্তি মুক্তির জন্য দুই-তিন লাখ টাকার প্রস্তাব দেন বলেও অভিযোগ করা হয়।
একজন যুবক জানান, ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসের ফাঁসি চেয়ে বেশ কিছু পোস্ট করেছিলেন। তাকে আটক করার পর পল্টন থানায় জানানো হয় এবং পুলিশ এলে তাদের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন এবং জানান, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। তিনি মূলত দলীয় কর্মসূচিতে অংশ নিতে সেখানে আসেননি বলে দাবি করেন।