গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা
০৩ মার্চ, ২০২২, 10:24 AM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 10:24 AM

গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি : বুধবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় এক যুবককে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম কবির হোসেন (৩২)। তার বাবার নাম মোস্তফা। তার পরিবার বারবৈকা দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, রাত পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে দুর্বৃত্তরা ধারোলো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহতের ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।