গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪
২৫ মার্চ, ২০২২, 6:52 PM

NL24 News
২৫ মার্চ, ২০২২, 6:52 PM

গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জিএমপি’র গাছা থানা পুলিশ।
ডাকাতির প্রস্তুতিকালে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- বগুড়ার মো. বাদশা প্রামাণিক (৩৯), পটুয়াখালীর মো. শাহজাহান (৩০), পটুয়াখালীর মো. সবুজ পাটোয়ারী (২৮) ও মো. খলিল বেপারী (৪০)।
গাছার বসুরা স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে ভোগড়া টু মীরেরবাজারগামী মহাসড়কে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গাছা থানা বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ চার ডাকাতকে গ্রেফতার করে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগের মো. ইলতুৎমিশ জানান, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই-ডাকাতি করে আসছে। এছাড়াও অপরিচিত বা এলাকায় কেউ নতুন এলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে অপরাধ কার্যক্রম করে এবং তাদের ছিনতাই-ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদের অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করত