ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

গলাচিপায় ভাঙচুর, মারধর ও লুটপাটে মামলা

#

২৫ এপ্রিল, ২০২২,  1:47 PM

news image

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীতে  রবিবার শেষ বিকেলে উপজেলার দক্ষিণ চরবিশ্বাস গ্রামে গলাচিপায় ইউপি নির্বাচনে পক্ষ না করার জেরে তিন সন্তানের জননী বিধবা মহিলার ভাতের হোটেল ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এতে ওই গ্রামের মৃত জাকির চৌকিদারের স্ত্রী ভুক্তভোগী মোসা. ইয়াসমিন বেগম (৪০) ও তার বড় ছেলে মো. সায়েম (১৮) গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রবিবার রাতে ইয়াসমিন বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত আ. মতলেব আকনের ছেলে ও বর্তমান ইউপি সদস্য মো. তোফাজ্জেল আকনকে (৫০) প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।

সরেজমিন ও মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামে আমগাছিয়া স্লুইজগেট সংলগ্ন বিধবা ইয়াসমিন বেগমের ভাতের হোটেলে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমান ইউপি সদস্য তোফাজ্জেল আকন এর নেতৃত্বে ২০-২২ জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা করে বলে ভুক্তভোগী ইয়াসমিন অভিযোগ করেন। 

বাদী মোসা. ইয়াসমিন বেগম বলেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় চিকিৎসারত অবস্থায় আমরা হামলা আতঙ্কে আছি। তাই আমি তাদের অতি দ্রুত গ্রেফতার করে আসামিদের কঠোর শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য তোফাজ্জেল আকনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী