খুনের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড
১৭ মার্চ, ২০২৩, 12:15 AM

NL24 News
১৭ মার্চ, ২০২৩, 12:15 AM

খুনের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড
কক্সবাজার অফিস
কক্সবাজারের চকরিয়ায় আলী আজম নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় আব্দুল গফুর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানার আদালত এ রায় দেন।
হত্যাকাণ্ডের শিকার আলী আজম ও খুনি আবদুল গফুর দুজনেই উপজেলার বারোবাকিয়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণী জানা গেছে, ১৯৯৪ সালে চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে আলী আজমকে গুলি করে হত্যা করেছিলেন আব্দুল গফুর। এ ঘটনায় নিহতের পিতা আলী আজগর বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী সুলতানুল আলম জানান, নানা জটিলতার কারণে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। অবশেষে দীর্ঘ ৩০ বছর বিচারিক কার্যক্রমের পর রায় ঘোষণা করা হয়েছে। মামলায় আরও ৬ জন আসামি থাকলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।