ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

কয়লাবাহী লাইটার জাহাজে ডাকাতি, আহত ৪

#

১৭ এপ্রিল, ২০২৩,  5:28 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী একটি লাইটার জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- জাহাজের লস্কর আশিকুল ইসলাম, রুম্মন তাজ ও সৌরভ কাজী এবং বাবুর্চি আবুল বশর।


জাহাজের মালিকপক্ষ সূত্র জানায়, এভারগ্রিন-৪ নামে লাইটার জাহাজটি কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা ছিল। রাত দেড়টার দিকে মাছ ধরার নৌকায় চড়ে ৮-১০ জনের একটি দল জাহাজটিতে ওঠেন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য প্রথমে জাহাজের বাবুর্চি আবুল বশরকে কুপিয়ে আহত করেন। এরপর জাহাজের লস্কর আশিকুল ইসলাম, রুম্মন তাজ ও সৌরভ কাজীকে পিটিয়ে মুঠোফোন, টাকা ও ব্যাগ লুট করে নেন।


সোমবার ভোরে চারজনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। বাবুর্চি আবুল বশরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


জাহাজটির মালিক ক্যাপ্টেন নাজমুল হোসাইন চৌধুরী বলেন, ১০ এপ্রিল থেকে বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য বহির্নোঙরের মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা পরিবহন করা হচ্ছে। রোববার রাতে একদল ডাকাত কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে হামলা চালিয়ে ক্রুদের টাকা ও মোবাইল ফোন লুটে নেন এবং চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।


নৌ-পুলিশের অতিরিক্ত সুপার মো. খোরশেদ আলম বলেন, জাহাজে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতার করতে অভিযান চলছে। ঐ চ্যানেল নিরাপদ রাখতে নৌ-পুলিশ কাজ করছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী